Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get services

 

ক্রম

কার্যক্রম

সেবা

সেবা দানকারী কর্তৃপক্ষ

 রোগীক্যাণ সমিতির নিদ্ধারিত ফরমে ঔষধ, পোষাকের জন্য সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ডাক্টার কতৃক সুপারিশকৃত আবেদনের মাধ্যমে সমাজসেবা অফিসার হাসপাতাল সমাজসেবা 

কার্যালয়ে দাখিল করবেন

অসহায়, দুস্থরোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা, প্যথলজিসেবা, সহায়ক উপকরণ, দরিদ্র মা ও শিশুদের পোষাক বিতরণ, এম্বুরেন্স সেবা, অভিভাবকহীন রোগীদের  চিকিৎসাসেবা, বেওয়ারিশ লাশ দাফন/সৎকার ব্রবস্থা করা এবং পূর্ণ বাসন 

১।

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম

হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, 

রক্ত, পথ্য, বস্ত্র,চশমা ,হুইলচেয়ার , ক্র্যাচ, কৃত্রিম অংগ প্রদান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করা। দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ করা । দাবিদার বিহীন ও পরিত্যাক্ত শিশুদের পুনর্বাসন করা।

সমাজসেবা অফিসার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, কক্ষ নম্বর –201

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাস, দিনাজপুর।