Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের প্রদেয় সেবাসমূহঃ
বিস্তারিত

১। হাসপাতালে ভর্তিকৃত গরীব, অসহায় ও অভিভাবকহীন রোগীদের চিকিৎসার্থে ঔষধ, পথ্য, রক্ত, অপারেশন ও চিকিৎসা সামগ্রী বিতরণ।

২। চিকিৎসকের পরামর্শে রোগীদের চিকিৎসার্থে বিভিন্ন সহায়ক উপকরণ যেমন চশমা, ক্র্যাচ, হুহইল চেয়ার প্রভুতি সহায়ক সামগ্রী বিতরণ।

৩।রোগ নির্ণয়ে হাসপাতালের অভ্যন্তরীণ বিভ্ন্নি পরীক্ষা নিরীক্ষা করতে রোগীকে প্রয়োজনীয় সহযোগিতা করা। গরীব অসহায় ও দুঃস্থ রোগীদের পরিধেয বস্ত্র ও শীতবস্ত্র সরবরাহ করা।

৪। অসহায় রোগীদের হাসপাতাল ত্যাগের সময় বাড়ী বা অন্য হাসপাতালে গমন বা স্থানান্তর বাবদ যাতায়াত ভাড়া বা এম্বুলেন্সের ব্যবস্থা করা।

৫।বীর মুক্তিযোদ্ধা, শিশু, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও প্রবীনদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার প্রদান।

৬।কাউন্সিলিং এর মাধ্যমে রোগীদের মনিস্তাত্বিক বিষয় উপলদ্ধিসহ সহানুভুতির সাথে আর্থ সামাজিক সেবাদান।

৭।আশ্রয়হীন, ঠিকানাবিহীন ও পরিত্যক্ত শিশুর চিকিৎসাসহ প্রয়োজ্য ক্ষেত্রে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্ণবাসেরন ব্যবস্থা করা।

৮। রোগীকে স্বাস্থ্য সচেতনা বিষয়ে পরামর্শ প্রদানসহ প্রয়োজনে রোগীর গৃহ পরিদর্শন, ফলোআপ ও পরিবারবর্গের সাথে যোগাযোগ পূর্বক পরিবার তথা সমাজে পুনএকীকরণে সহায়তা প্রদান।

৯। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ, জটিল রোগাক্রান্ত ব্যাক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে  সেবাদান ও সামজসেবা অধিদফতরাধীন বিভিন্ন চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় সেবা/অনুদান প্রাপ্তিতে সহায়তা করা।