ক্রম |
কার্যক্রম |
সেবা |
সেবা দানকারী কর্তৃপক্ষ |
রোগীক্যাণ সমিতির নিদ্ধারিত ফরমে ঔষধ, পোষাকের জন্য সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ডাক্টার কতৃক সুপারিশকৃত আবেদনের মাধ্যমে সমাজসেবা অফিসার হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে দাখিল করবেন |
|||
অসহায়, দুস্থরোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা, প্যথলজিসেবা, সহায়ক উপকরণ, দরিদ্র মা ও শিশুদের পোষাক বিতরণ, এম্বুরেন্স সেবা, অভিভাবকহীন রোগীদের চিকিৎসাসেবা, বেওয়ারিশ লাশ দাফন/সৎকার ব্রবস্থা করা এবং পূর্ণ বাসন |
|||
১। |
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম |
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র,চশমা ,হুইলচেয়ার , ক্র্যাচ, কৃত্রিম অংগ প্রদান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করা। দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ করা । দাবিদার বিহীন ও পরিত্যাক্ত শিশুদের পুনর্বাসন করা। |
সমাজসেবা অফিসার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, কক্ষ নম্বর –201 ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাস, দিনাজপুর। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস